Headmaster Message

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে “নোয়াপাড়া আইডিয়াল স্কুল” সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এবং তাদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠান গতানুগতিক শিক্ষা ব্যবস্থা পরিহার করে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাল্টিমিডিয়া প্রজেক্টর দ্বারা পরিকল্পিত পাঠদান নিশ্চিত করেছে। যার ফলে একদিকে শিক্ষার্থীদের মেধা ও শ্রবণের দ্রুত বিকাশ ঘটছে অন্যদিকে সৃজনশীল প্রশ্নপত্র তাদের সহজে বোধগম্য হচ্ছে। নিজস্ব ওয়েবসাইট অত্র প্রতিষ্ঠানের দর্পন স্বরূপ। এখন ঘরে বসেই অভিভাবকগণ তাদের সন্তানদের সকল তথ্য পাচ্ছেন। এই ছাড়া মেধাবী সৃজনশীল উচ্চশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা নিয়োগ,  সুবিশাল একাডেমিক ভবন, সমৃদ্ধ লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, ল্যাংগুয়েজ ক্লাব, নিজস্ব সাংস্কৃতিক অঙ্গন ও খেলার মাঠের ব্যবস্থাসহ সকল বৈশিষ্ট্য স্কুলটিকে অনন্য মর্যাদা দান করেছে। বাংলাদেশ সরকারের একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম জ্ঞানভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন, সে স্বপ্ন পূরণের জন্য “নোয়াপাড়া আইডিয়াল স্কুল” আগামি প্রজন্মকে প্রকৃত পরিচর্যার মাধ্যমে উপযোগ্য করে গড়ে তুলবে। আমার গভীর বিশ্বাস এই লক্ষ্য অর্জনে আমরা সক্ষম হবই।

ফজল করিম

অধ্যক্ষ

নোয়াপাড়া আইডিয়াল স্কুল