01873512512
পাঠ্য বইয়ের আলোকে সৃজনশীল পদ্ধতির সঠিকভাবে প্রয়োগ ও বাস্তবায়নের পূর্বশর্ত হল ক্লাসে টিম ওয়ার্ক করা। টিম ওয়ার্ক শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জ্ঞান মূলক ও অনুঢাবন মূলক প্রশ্নোত্তরে আত্মবিশ্বাসী হিসাবে গড়ে তুলে।
ডাবল এইট ফর্মূলা এর অন্যতম কৌশল হল ভিডিও কন্টেন্ট ক্লাস। যার মাধ্যমে একজন শিক্ষার্থী যে কোন কঠিন বিষয়কে অল্প সময়ে আয়ত্ব করতে পারে
বেসিক ক্লাসে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে সহজ এবং বিজ্ঞান সম্মত পদ্ধতিতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এনিমেশন, ভিডিও, গেমস, পাজলস এর মাধ্যমে পাঠদান
উল্লেখিত ধাপগুলো পূর্ণাঙ্গভাবে অনুসরণ এর পরও যারা পিছিয়ে থাকবে তাদের জন্য নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে এক্সট্রা সলিউশন ক্লাসের ব্যবস্থা রয়েছে। যার ফলে দূর্বল শিক্ষার্থী আর দূর্বল থাকবে না।
শিক্ষার্থীর অর্জিত জ্ঞান শ্রেণী কক্ষে সকলের সামনে উপস্থাপন করানো হয়। যেখানে শিক্ষার্থীই শিক্ষক।
প্রতিদিন একটি বিষয়ের নির্ধারিত ফরমেটে ওয়ার্ক শীটের মাধ্যমে একজন শিক্ষার্থীর প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের সঠিক উত্তরদানের অনুশীলন করানো হয়। যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজে সৃজনশীল ধাপগুলো আয়ত্ব করতে পারে।