রাউজানের প্রথম ডিজিটাল স্কুল

নোয়াপাড়া আইডিয়াল স্কুল রাউজানের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল। এটি রাউজানের শিক্ষাক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। যেটি ২১ জন মেধাবী ও উদ্যোমী তরুণের হাতে গড়া আত্মকর্মসংস্থানমূলক সংগঠন (সম্প্রীতি ফাউন্ডেশন) কর্তৃক পরিচালিত হচ্ছে। স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে সকল অভিভাবকদের আস্থা অর্জন, ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী  ও পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে। এই স্কুলকে সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে চালু করা হয়েছে ডিজিটাল শিক্ষা পদ্ধতি। এতে প্রায় স্বতন্ত্র ১৬টি ক্লাসরুমের মধ্যে ১২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম, মানসম্মত ভিডিও কন্টেন্ট, স্মার্ট বোর্ড, শিখবে প্রতিটি শিশু কার্যক্রম, নিজস্ব ডাবল এইট ফর্মূলার ব্যবহার, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার,  স্কুল ক্যান্টিন, খেলার মাঠ সহ পর্যাপ্ত আলো-বাতাস যুক্ত, ধুলাবালি ও শব্দদূষণ মুক্ত এক অসাধারণ শিক্ষা বান্ধব পরিবেশ। 
স্কুল পরিচালনায় ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি, যেমন- নিজস্ব Website, Student Management Software, Biometric Auto Attendance Machine, Mobile Apps ও CCTV এর ব্যবহার। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি উপস্থিতি, পরীক্ষার ফলাফল তৈরি ও প্রকাশ, ওয়ার্কশীট, সকল প্রকার নোটিশ, টিউশন ফী ও শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস বন্টনসহ সবকিছুই অনলাইনে। প্রাতিষ্ঠানিক সকল কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে অন্যদিকে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সেবা প্রাপ্তি ও প্রদানের ক্ষেত্রে সময় ও শ্রম অপচয় কম হচ্ছে। 
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ে তোলার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। সেহেতু শিক্ষার্থী, অভিভাবক/অভিভাবিকা, শিক্ষক/শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সবার আন্তরিক প্রচেষ্টায় নোয়াপাড়া আইডিয়াল স্কুল একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।